দেশে প্রকাশনা প্রতিষ্ঠানের অভাব নেই। তাহলে কেন বই প্রকাশনের জন্য আপনি জলছবি প্রকাশনকে বেছে নেবেন? এর কারণ :
জলছবি প্রকাশন লেখকদের টাকায় প্রকাশিত বইয়ের বিক্রির টাকা ও অন্যান্য ক্ষেত্রে লেখকদের রয়্যালটি দিয়ে থাকে।
জলছবি প্রকাশন প্রতিটি পাণ্ডুলিপি সম্পাদনা করে নির্ভুল বানানে অদ্বিতীয় একটি প্রতিষ্ঠান।
জলছবি প্রকাশন প্রথম শ্রেণির গুণগতমান সম্পন্ন বই প্রকাশ করে।
জলছবি প্রকাশন থেকে প্রকাশিত বইগুলো দেশের বৃহত্তম অনলাইন বিক্রয় কেন্দ্র রকমারী ডট কম থেকে সংগ্রহ করা যায়।
জলছবি প্রকাশন ২০১১ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠার শুরু থেকেই নতুন ধারার বা মাত্রার বই প্রকাশ করে আসছে জলছবি প্রকাশন। জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি নতুন লেখকদের বই প্রকাশে অগ্রাধিকার দিয়ে আসছে।
অস্থায়ী ঠিকানা
১১২, আবদুল আজিজ মার্কেট, শাহাবাগ, ঢাকা-১০০০
মোবাইল: ০১৮১৭১২৭৮০৭
Email : jalchhabi2015@gmail.com
প্রকাশিত বইয়ের ধরন
- গল্প
- উপন্যাস
- কবিতা
- ভৌতিক কাহিনী
- রম্য কাহিনী
- গোয়েন্দা কাহিনী
- এ্যাডভেঞ্চার
- নন ফিকশন
- সায়েন্স ফিকশন
- কিশোর সাহিত্য
- কিশোর উপন্যাস
- শিকার কাহিনী
- পিচাশ কাহিনী
- অনুবাদ
প্রকাশনীর সেবাসমূহ
- জলছবি প্রকাশন থেকে প্রকাশিত বই আজ আগামী ২৪ ডটকমে প্রচার করা হয়।
- বইমেলায় নিজস্ব স্টল থেকে জলছবি প্রকাশন থেকে প্রকাশিত বই বিক্রি করা হয়।
- নবীন লেখকের বই প্রকাশের ক্ষেত্রে ভালো মানের লেখা এবং ভালো চিন্তু করা মিলিয়ে নতুন কিছু বিবেচনা করা হয়।
- পান্ডুলিপি জমা নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোন নিয়ম নেই।
- পান্ডুলিপি ফেরত দেওয়া হয় না।
- পান্ডুলিপি ছাপানোর জন্য নির্বাচিত হলে নবীন লেখককেই ছাপানোর খরচ বহন করতে হয়।
- গ্রাহকের চাহিদা অনুসারে ডাকযোগে বই বিক্রি করা হয়।
- জলছবি বাতায়নের দু’টি পরিবেশনা প্রকাশনী রয়েছে। একুশে মেলায় পরিবেশনা সংস্থা দুটি জলছবির বই বিক্রি করে থাকে।
- এ ছাড়া জলছবি প্রকাশনের সব বই রকমারী ডটকমে পাওয়া যায়।
যোগাযোগের ঠিকানা
ইমেইল : jalchhabi2015@gmail.com
ফোন : ০১৮১৭১২৭৮০৭