ষোলো কবির প্রেমের কবিতা

এম এম এইচ মুকুল

প্রেম শাশ্বত, প্রেম চিরন্তন। স্রষ্টার প্রেমে সৃষ্টি বিভোর হলে যেমন পরকালিন শান্তির আশা করা যায় তেমনি মানব-মানবীর প্রেম ইহকালিন সংসার জীবনে স্বর্গীয় প্রশান্তি নিয়ে আসতে পারে। আর পারস্পরিক মানব প্রেম গোটা পৃথিবীকে ভরিয়ে দিতে পারে বেহেস্তি সুখ আর সাফল্যে।
জ্বী প্রিয় কাব্যপ্রেমী ভাই..বোন..বন্ধু, সেই বহুমাত্রিক প্রেমের মিষ্টি মধুর ১৯৮টি কবিতা নিয়ে প্রকাশিত হলো অনন্য কাব্যগ্রন্থ “সে আসে ধীরে”।
নবীন-প্রবীণ ১৬ জন কবির প্রেম ভাবনায় সমৃদ্ধ কাব্যগ্রন্থটি সম্পাদনা করেছেন বিশিষ্ট গীতিকার..কবি..প্রকাশক এবং কথা সাহিত্যিক নাসির আহমেদ কাবুল।
“জলছবি প্রকাশন” হতে প্রকাশিত কাব্যসংকলনটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন অনিন্দ্য হাসান।
যে ১৬ জন কবির মনের প্রেমানুভূতি নিয়ে গ্রন্থটি সাজানো হয়েছেঃ

আবির সাকিব
আবু সাঈদ সুজন
আরিফ নজরুল
আলম মাহবুব
আলম মাহবুব
এম.এম.এইচ.মুকুল( পোস্টকারী)
তাছাদ্দুক হোসেন
তাহমিনা সুলতানা
নাসির আহমেদ কাবুল
নূরুল গণি
ফকির চাঁদ
মাসুম আজিজ
মাহবুবা পারভীন
মোঃ মোস্তফা কামাল
রুমা দাশ পড়শি
শাহীন সুলতানা
সফির আহমেদ কামাল
★ একুশে বইমেলা-২০২১ এ বইটি পাওয়া যাবে “জলছবি প্রকাশন” এর স্টলে।
★ ইতোমধ্যে আমার হাতে কিছু বই চলে এসেছে। তাই আমার এলাকা (মানিকগঞ্জ) এর কেউ বইটি এখনই সংগ্রহে রাখতে কিংবা নিজের অতি প্রিয়জনকে উপহার দিতে চাইলে আমার ইনবক্সে অথবা ০১৭১৮৭৯১৪৯০ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।
★স্বল্প মূল্যে অমূল্য গ্রন্থ “সে আসে ধীরে” কিনুন..নিজে পড়ুন..প্রিয়জনকে উপহার দিয়ে ভালবাসার বন্ধন সুদৃঢ় করুন।★
★ সর্বোপরি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বইটির
সম্পাদক এবং
প্রকাশক গুণি কবি ও গীতিকার নাসির আহমেদ কাবুল ভাইকে বিশাল কাজটি করার জন্য।

আঞ্জুমান আরা খান/সাহিত্য সম্পাদক/আজ আগামী ২৪ডটকম

মন্তব্য করুন