বই : খুশু – নামাজের প্রাণ ।। লেখক: ইমাম ইবনে রজ হাম্বলী (র.) ।। অনুবাদক: জোজন আরিফ ।। সম্পাদক : মানযূরুল করীম ।। প্রকাশনী : মাকতাবাতুন নুর ।। মূল্য: ২২০ টাকা ।। পৃষ্ঠা : ১৪৪
আমরা মুসলিম ৷ নামাজ আমাদের উপর ফরজ ৷ শুধু নামাজ পড়লেই কি হবে ? তা তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হবে ৷ নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার প্রধান একটি শর্ত হলো খুশু ৷ ‘খুশু’ শব্দটির সাথে আমি মাত্র অল্প কিছু দিন আগে পরিচিত হয়েছি, স্হানীয় মসজিদের থেকে ৷ এখন খুশু সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম এই বইটি থেকে ৷ এই বইটি পড়লে জানতে পারবেন খুশু কী, নামাজের খুশুর গুরুত্ব, খুশু অর্জনের উপায়সহ অনেক কিছু ৷ সবকিছুই দলিলসহ সুন্দরভাবে গুছিয়ে উপস্হাপন করা হয়েছে৷ খুশুর মৌলিক অর্থ হলো – অন্তরের কোমলতা, নম্রতা, স্হিরতা, নতমস্তক, ভগ্নতা ও আকুলতা ৷ অন্তরের খুশুই হলো আসল খুশু ৷ আতা আল-খুরাসানি (রা.) বলেন, ‘অন্তরের নম্রতা ও অঙ্গ-প্রটঙ্গের অনুবর্তিতা উভয়ের মিলিত রূপ হলো খুশু ৷ ‘যুহরি (রা.) বলেন, ‘ অন্তরের খুশু বলতে বোঝায় আল্লাহ্ ও সালাতের সময় দৃষ্টি নত রাখা৷’ মূলত বিনয় ও নম্রতাই হলো খুশু ৷ নামাজে দাঁড়িয়ে শুধু রুকু সিজদাহ্ করলেই হবে না, বরং এতে থাকতে হবে বিনয় ও নম্রতা তথা খুশু ৷ আমাদের অধিকাংশই বিনয় ও নম্রতার সাথে সালাত আদায় করি না, কেবল শারীরিকভাবে পড়ার জন্য পড়ি ৷ অথচ খুশু ছাড়া নামাজ প্রায় মূল্যহীন ৷ আল্লাহ্ তা’য়ালা স্বয়ং বলেছেন, ‘ মুমিনগণ সফল হয়ে গেছে, যারা নিজেদের নামাজে বিনয়-নম্র…৷( সূরা আল-মুমিনুন, আয়াত ২ ) ৷
আমি বলব আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং আল্লাহর কাছে গ্রহণীভাবে নামাজ পড়তে চান তাহলে এই বইটি আপনার পড়া উচিত ৷
বইটির গঠন-বাইন্ডিং খুব ভালো লেগেছে, এবং ভালো লেগেছে এর প্রচ্ছদটিও ৷ খুব সুন্দর প্রচ্ছদ ৷
বইটি থেকে – আতা(রা.) বলেন, ‘আমি আবু হুরাইরা (রা.) কে বলতেজ্ঞশুনেছি, ‘ তোমাদের কেউ যখন নামাজ আদায় করবে তখন এদিকে-সেদিকে তাকাবে না; কারণ, সে তখন একান্তে তার রবের সাথে কথা বলছে ৷তার রব তার সামনে আছেন ৷ আর তিনিও এদিক-সেদিক না তাকিয়ে তার সাথে কথা বলছেন ৷”
‘ যদি লোকটির অন্তর বিনম্র হয়, তাহলে তার দেহের অঙ্গ-প্রত্যঙ্গও বিনয়াবনত হবে৷’
মুমিনগণ সফল হয়ে গেছে, যারা নিজেদের নামাজে বিনয়-নম্র…৷( সূরা আল-মুমিনুন, আয়াত ২ ) ৷ ‘দাম্ভিকতা হলো সত্য প্রত্যাখান করা এবং মানুষকে তুচ্ছ-জ্ঞান করা ৷’বইটির বেশ কিছু লাইন বেশ ভালো লেগেছে ৷ চমৎকার সব কথা ৷ কিন্তু পড়ার সময় দাগিয়ে না রাখায় এখন উল্লেখ করতে পারছি না ৷
রি রুমিশিক্ষার্থী
একদশ শ্রেণি
নারায়ণকুল ড্রিম মডেল স্কুল এন্ড কলেজ