নিজেকে জীবাশ্ম মনে হয়—
রং, রূপ, গন্ধ বিবর্জিত
প্রাগৈতিহাসিক যুগের ফাটল থেকে
বেরিয়ে আসা এক ফসিল।
কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ইতিহাস,
অন্ধকার গহ্বরে পাথর চাপা
শোক ও ক্রন্দন,
রূপকথার চাঁদ– রুপালি মায়ায় ভোলানো
অন্তঃসার শূন্য মৃত আলো!
তবুও করোটিতে জমে শিশির বিন্দু,
ডাক দিয়ে যায় মরা নদী—
তৃষ্ণার্ত চুম্বনে কাঁপে ধরিত্রী
ঘন নীলে অতৃপ্ত সবুজের আহ্বান।
মহাকালের উজান ঢেউয়ে ভেসে আসে প্রাণ,
ঘুম ভেঙে জেগে ওঠে অমরত্ব আত্মা,
পাথর হৃদয়ে উষ্ণ প্রস্রবণ…
জীবাশ্ম রাজত্বে বাসা বাধে চিরন্তন
অবিনশ্বর প্রেম…