আমি পৃথিবীর বুকে জন্মেছি সেই কবে!!
আমি পদদলিত, অশ্রুসিক্ত,
আমি ব্যথিত হই বারেবারে।
তবুও একটু বৃষ্টির পরশে
আমি আবার মাথা তুলে দাঁড়াই
পৃথিবীর বুকে নবোদ্যমে।
আমি নই কুণ্ঠিত ,
আমি নই ভীত,
আমি চিরসবুজ,
আমি চির উন্নত,
আবার ভরে উঠি আমি
সবুজ অবয়বে।
আমি অনুপ্রেরণা ,
শতবার দলিত মথিত হয়েও
আমি বেঁচে থাকি।
আমাকে দেখে শিখে নাও
তা অনুভবে,
কীভাবে লড়াই করে
বেঁচে থাকতে হয় পৃথিবীর বুকে।
আমি পরাজিত নই,
তোমার পদদলনে,
তুমি আমায় পেষণে কী সুখ পাও?
তাকিয়ে দেখো
আমি তোমার উঠোনে আজও দাঁড়িয়ে আছি
সদলবলে স্বগৌরবে।
তোমার সাথেই আমার নিত্য বসবাস !!
আমি কে?
আমি দীর্ঘায়ুর প্রতীক,
আমি নগন্য দূর্বাঘাস!