সকাল থেকে ঝরছে বারি অনিমেষ
চায়ের কাপে সকালটাতো কাটলো বেশ।
বৃষ্টি মেখে কেমন যেনো ঝাপসা কাঁচ
হঠাৎ আমার বুকের মাঝে নীলচে আঁচ।
জানলা খুলে উদাস মনে তাকিয়ে রই
আঁধার দিনে মানুষগুলো যাচ্ছে কই?
মনটা ওড়ে মেঘের সাথে অচিনপুর
সুখের বাড়ি আমার থেকে অনেক দূর।
ব্যালকনিতে ভিজছে টবের করমচা
হাতের মাঝেই ঠাণ্ডা হলো গরম চা৷
অলস দুপুর হারিয়ে গেলো সন্ধ্যাতেই
চোখের কোণে অশ্রু-মনের মন্দাতেই।
মাতাল হাওয়ায় সাগরজুড়ে নিম্নচাপ
তাই কি আজি আমার এতো মন খারাপ?