পথে পথে ছোটে বসন্তের আগমনী বার্তা
পুষ্পে পুষ্পে প্লাবিত হয় ধুধু প্রকৃতির প্রেমময় রুপ
বাতাসের আলিঙ্গনে লুটিয়ে পড়ে
মৃত্তিকার ভারী দেহে অলক্ষিত অনুভব,
অনবরত সুগন্ধি ছড়ায় শিউলি, কদম, কামিনী
যৌবন বিস্তৃত যমুনার জোয়ার এইতো জীবন।
গ্রীষ্মে ধুলোর সাথে উড়ে ঝরে পড়ার আহবান
চৈত্রের বুকফাটা ক্ষত আর্তনাদের বোল
যমদূতের কেড়ে নেয়া আত্মার নির্বাক চাহনি
অসার ভারী দেহ মেশে মৃত্তিকার অবগাহনে
বৃদ্ধের শরীর স্পর্শ করে অমৃতসরে বলবে
বার্ধক্য কেন আসে, এটাই প্রকৃতির নিয়ম—