ফুুলের মালা।।তাহমিনা সুলতানা

যদি
রাতের তারায় দেখতে পেতে মন খারাপের রং
মোমের আলোয় খুঁজে নিতে আমার কথার ঢং।

যদি
বৃষ্টি হয়ে ভিজিয়ে দিতে শ্রাবণ-ঝরা রাতে
মন-জানালা খুলে দিতেম বৃষ্টি ভেজা হাতে।

যদি
বইয়ের পাতায় ঐ গোলাপ দিতে,
চিঠির ভাঁজে কথা নিতে,
আবেগ এসে জড়ো হতো কবিতার মতো।
মনের মধ্যে ফিরে পেতাম ছন্দ আছে যতো।

যদি
শ্রাবণ দিনে প্লাবন দিতে, কদম দিতাম কবরীতে
মরা গাছে ফুল ফোঁটাতাম,
মণি-মুক্তা কুড়িয়ে নিতাম।

দেখতে কেমন মালি আমি
বুঝলে না তুমি,
ফুলের মালা কতো দামী!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়