তুমি বলেছিলে,”আবার দেখা হবে।”
হ্যাঁ আমাদের দেখা হয়েছিলো আবার!
তবে দেখা না হওয়াটাই বুঝি ছিলো ভালো।
এই পরিবর্তনশীল পৃথিবীতে সবাই পাল্টে যাচ্ছে দ্রুত!কিন্তু মনে হলো, তার চেয়েও বেশি দ্রুত বদলে গেছো তুমি!
আমি বিস্ময় আর আমার আজন্ম ভালোবাসা নিয়ে তোমার চোখে তাকালাম!
না,সে চোখে না ছিলো কোন আবেগ,ছিলো না কোন আগ্রহ,না ভালোবাসার কোন ছিটেফোঁটা চিহ্ন!শুধু ছিলো এক বিশাল শূন্যতা!
যে নামটা আমার তুমি নিজেই দিয়েছিলে,ডাকলে না একবারও সে নামে।ভুলে গেছো সে নামটিও!
বললাম,”অনেক বদলে গেছো তুমি,দূরে সরে গেছো যোজন যোজন! ভুলে গেছো আমায়,তাই না?”
তুমি কাব্য করে বললে,”ভুলি নাই,ভুলি নাই,ভুলি নাই প্রিয়া।”
তারপর ম্লান হেসে বললে,”না তো,বদলাইনি একটুও।শুধু টিকে থাকার লড়াই করে যাচ্ছি ক্রমাগত,এটুকুই যা পাল্টানো।তোমার জন্য সেই আমি,এই আমিই আছি।আমার চোখে চোখ রাখো,দেখো তোমাকেই দেখতে পাবে হেথায়।আমার হৃদস্থানে যে তোমার বাস।”
আমি আর কী দেখবো তোমার চোখের আয়নায়?আমি তো প্রথমেই দেখে নিয়েছি,সেখানে নেই আমি,হয়তো আছে অন্য কেউ!
তুমি বলেছিলে, “ফিরে তোমাকে আসতেই হবে।”
হুঁ, আমি এসেছি,কিন্তু আমার আর ফেরা হলো না!