যখন আমার দিন ফুরোবে যৌবন হবে গত
নুইয়ে পড়া শরীর খানি ব্যাধি কত শত ৷
চোখের দৃষ্টি ঝাপসা হবে দাঁতের পাটি পড়বে খসে
চুল গুলি সব এলোমেলো চক্ষু যাবে কোটরে বসে ৷
চলার গতি শিথিল হবে থাকবে হাতে লাঠি
হিসেব করে দেখব সেদিন সব হয়েছে মাটি !
এই যে বাড়ি , সুন্দর ঘর , সুরম্য অট্টালিকা
আত্মীয় স্বজন বন্ধু সুজন কেউ দেবেনা দেখা ৷
আমার গড়া ছাদবাগালে থাকবে যখন একা
ফুলের সাথে , পাতার সাথে , মিলবে আমার দেখা ৷
শান বাঁধান পুকুর ঘাটে বসবে যখন নিত্য প্রাতে
ঢেউগুলি সব বলবে ডেকে হাত রাখ মোর হাতে ৷
কত বিকেল অলস দুপুর পার করেছি যে আঙিনায়
নিজের হাতে রোপন করা আম্র বিথীর স্নিগ্ধ ছায়ায় ৷
বন ফুলের ফাঁকে ফাঁকে প্রজাপতির নিত্য খেলা
নুইয়ে পড়া আমের মুকুল , অলিকুলের মধুর মেলা ৷
সবই কেমন ফিকে লাগে পাতা ঝড়ার বিকেল বেলা
সূর্য ডোবা গোধুলি আলো সব কিছুতে হেলাফেলা ৷
এমনি করে অগোচরে যাব যেদিন অস্তাচলে
কত জনই আসবে সেদিন দেখতে আমায় দলেদলে ৷
এই দেখাটাই দেখতে এসো যখন আমি থাকি একা
যদি আমি নাইবা থাকি কি হবে আর দিয়ে দেখা ?
প্রিয়তমা , পুত্র কন্যা , প্রাণের বন্ধু , প্রিয় সখা
দিন ফুরোবার আগেই কিন্তু সবাই মেলে দিও দেখা ৷৷