তাল মেলাতে বাড়াতে পারি
মাথাপিছু আয় হার
পকেট তোমার ফাঁকা তাতে
আসবে যাবে কার।
কৃষকের মান কমাতে পারি
পুঁজি আসুক ঘরে
মেরুদণ্ড খাড়া কাগজ-কলমে
যাক সু-শিক্ষা মরে।
দ্রব্য-মূল্য বাড়াতে পারি
মান যা-ই হয় হোক
সাধারণ সুখ চাইতে পারি
বাড়ুক যতই শোক।
ভোক্তার জয় গাইতে পারি
ভোগ উৎসবে মেতে
নিরীহ-নীরব ত্যাগী হয় হোক
আছি পুঁজিবাদ চেটে।
ব্যবস্থা বেশ ভালোই পারি
ঠিকই তো চলছে সবে
বিশ্ব এগোচ্ছে ডিজিটালে
ব্যবস্থা-ই সমাধান হবে।