ভালোবাসার বিরানভূমি।।সুমন শাহনেওয়াজ।

ফিরে এসো তুমি একদিন
প্রিয়তমা,
ভালোবাসার বিরানভূমিতে।
কতো দুষ্টু পথিক
হারিয়েছে কত অনাগত পথ
শুধুই তোমাকে ভালোবেসে।
কতো রোদ,ঝড় বৃষ্টি, তীব্র তাপদাহে পুড়ছে দেহ
কতো অমাবস্যা পূর্ণিমা পেরিয়ে
এখনো একমুঠো গোলাপ হাতে
এখনো ঠাঁয় দাঁড়িয়ে আছে তোমার দীর্ঘ অপেক্ষায়।
তুমি ফিরে এসো একদিন
প্রিয়তমা
ভালোবাসার বিরানভূমিতে।
শীতের তীব্র স্নিগ্ধতায়
তুমি উষ্ণ আলিঙ্গনে
শুধুই একবার জড়িয়ে ধরো।
সকল লাজ লজ্জা পিছে ফেলে।
তোমার ভালোবাসার মোহে অন্ধ
কতো দিক হারা দুষ্টু পথিক
কতো রোদ ঝড় বৃষ্টি
ঘোর অমাবস্যার অন্ধকার ঠেলে
আজও ঠাঁয় দাঁড়িয়ে আছে।
শুধুই তোমার দীর্ঘ আগমনের অপেক্ষায়।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়