নিত্যি রাধা নিত্যি বাড়া
হেসেল ঘরে জীবন সারা
এক্কেবারে শেষ,
ধোয়ায় দেহ কালচে কালো
চোক্ষে জ্বলে সুখের আলো
আউলে কালো কেশ!
জেগেই ছুটা ভাগ্য লয়ে
হন্ত এবং দন্ত হয়ে
সুখের ঘরে রোজ,
হাভাতে দল উদর ভরে
ঢেকুর তুলে আয়েশ করে
গিলতে বসে ভোজ।
ধন্যি ভায়া বামার ভূমি
ধন্য ভুয়া আমরা,তুমি।