ভোরবেলা ঘুম থেকে
উঠে দেখি রোদ্দুর
আকাশটা নীলসিয়া
চোখ যায় যদ্দুর।
রোজ রোজ এমনই
ঘুম ভাঙে দেরিতে
ঢং ঢং সাতটা
বেজে ওঠে ঘড়িতে।
বাবা উঠে তড়িঘড়ি
বাঁধে নট টাইটা
হাউমাউ কেঁদে ওঠে
আমার ছোট ভাইটা।
নিজে নিজে জামা-জুতা
পরে হই ফিটফাট
মা এসে হেসে বলেন
এযে দেখি বড়লাট!
ব্যাগে ভরে বই খাতা
পাউরুটি নাস্তা
রিকশায় বসে ভাবি
কি যে বিজি রাস্তা!
বেশী ভাবার সময় কই
আটটায় স্কুল
কী জানি আজো যদি
অংকটা হয় ভুল!