একদা শরৎ প্রভাতে
স্ববান্ধবে ইনানী সৈকতে,
গিয়েছিলাম অবকাশ যাপনে
তুষার সাদা মেঘের ভেলায় ভেসে,
মেঘবালিকা কুটি কুটি মিষ্টি হেসে
কি যেন বললো আমার কানে কানে।
বার বার এসো হে ফিরে
এই প্রবাল ঘেরা বালিয়াড়ির তীরে,
নোনাজলের ঢেউয়ের তালে তালে
মিশে যাবো গভীর প্রণয়ে,
দোহায় তোমার আবার এসো
এ মায়াজালের সমুদ্র স্নানে।
কাটাবো কিছুটা সময়
হিমছড়ির ঝর্ণাধারায় ভিজে,
সাগরতীরের ঝাউবনের শীতল ছায়ায়
লুকোচুরি খেলায় হারাবো আবার,
সন্ধ্যের ঘুটঘুটে অন্ধকারে
নীলসাগরের তীরে বসে।
দেখবো হাজারো তারার মেলা
বালুকা মিশ্রিত সৈকতে বসে,
অবলোকন করবো বিস্তির্ণ সমুদ্রের
পাহাড়সম তরঙ্গের সাদা সাদা,
সফেদের গভীর মিতালী
গা ছমছম করা সমুদ্রের বর্জ হুঙ্কার।
আবার এসো তুমি হে, এ বাংলার –
সমতল, নদী, বিল, খাল পেরিয়ে।।