চল্ রক্তস্নানে, জেগে ওঠ্ উন্মাদ হায়েনারা
কত হবে আর সিঁদুর খেলা, এই মাটিতে না
উত্তাল সোনালি আলোয় জ্বালাবো মায়ের মুখ,
জ্বলবে ওদের ভেতর-বাহির কেড়ে নেবো সব সুখ
অসাম্প্রদায়িক নীতি কথা ওরা ভয়েই শুধু বলে
জীবন নেবো হেঁচকা টানে, নেবো ধর্মান্ধতার ছলে।
রক্ত আর ঝরাবি কতো, আমরাও তোদের ভাই
মায়ের জীবন সিঁথির সিঁদুর, মাটি আমাদের চাই!
ইতিহাস বলে কথা, সহনশীলেরা নেয় শিক্ষা
জাগোর বাণী ঘুমিয়ে নয়, এটাই করি ভিক্ষা,
সুবিধাবাদী নিরীহদের, আছে বাঁচতে স্বদেশপ্রীতি
সুশিক্ষায় আলোকিত জাতি, অযথা দিও না ভীতি!