আজি এ শরত প্রাতে
সদ্য ঝরা শিউলি হাতে
তোমার দ্বারে দাঁড়িয়ে নত মুখ,
দোয়ার যদি খোলো তবে
নয়ন জলে পূর্ণ হবে
আমায় দেখে উঠবে কেঁপে বুক।
কতো দিনের পরে দেখা
চিরদিনের প্রিয় সখা
ইচ্ছে হলেই ধরতে পারো হাত,
ইচ্ছে হলেই বুকের পরে
রাখবে মাথা নত করে
অরুণ আলোয় লুকিয়ে গেছে রাত।
এসো বধূ দুয়ার খুলে
ঘুমের ঘোরে এলোচুলে
তোমার আজি শুভসকাল হোক,
মিটুক সকল বুকের জ্বালা
থামুক তব একলা চলা
ভুলবে তুমি অতীত যত শোক।
আমায় তুমি দেখবে যবে
জানি স্বপন সত্যি হবে
এমন সকাল আর পাবে না তুমি,
সকাল বেলার স্নিগ্ধ আলো
বুকের মাঝে আপনি জ্বালো
তোমার সাথে কাঁদতে রাজি আমি।