বলতে পারি এক পৃথিবীর সুখ গল্পের কথা
বলতে পারি সমুদ্র তলের মনি মুক্তার কথা
বলতে পারি গহীন অরণ্যের নিস্তব।
তার কথা বলবো না ওসব আর
কিছুই বলবো না ।
বলতে পারি হিংস্র হায়েনার রক্ত চোষার কথা
বলতে পারি বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মায়ের অশ্রু জলের কথা
বলতে পারি বিশ্বাসঘাতক মীরজাফর আর রাজাকারদের কথা।
বলবো না ওসব আর,
কিছুই বলবো না ।
বলতে পারি সুদখোর আর ঘুষখোরদের কথা
বলতে পারি চোরাকারবারী ধনাঢ্যদের কথা
বলতে পারি নির্যাতন আর অসভ্যতার কথা
বলবো না ওসব আর
কিছুই বলবো না।
বলবো শুধু ম্যান্ডেলা, মিনতি, মর্জিনা, কেমন করে বিভেদ ছাড়া এক রক্ত প্রাণ মানুষ হয়।
বলবো শুধু কেমন করে সত্যিকারের মানুষ হাওয়ার যায়
বলবো তারা কেমন করে সাম্যের গান গায়।
বলবো শুধু মানুষ হও, মানুষ হও
ওহে
রক্ত মাংসের সত্যিকারের মানুষ হও।