কোথায় বাঁধবে ঘর
হিরন্ময় পাহাড়ের গায়?
শাপলার গন্ধে ভরা
ঝিলের জলের পাশে নয়?
সোনালী আবাস যদি
গেঁথে যায় জীবনের সাথে,
মানবতা কেঁদে যায়
ধবল জোছনা ভরা রাতে।
আরও এক বাস আছে
মাটির আঁধার ঘেরা ঘর,
সোনার শরীর সেথা
শুয়ে থাকে মাটির উপর।
অথবা ছাই হয়ে
মিশে যায় গঙ্গার জলে
একেই মানুষ বুঝি
সুখের নিবাসে থাকা বলে?