কিছুই বুঝি না, হচ্ছে কী এসব?
সত্যি কি ঘটছে এই এতো কিছু ?
অসময়ের মেঘ এনে দিলো রোদেলা বর্ষণ!
কাক-ভেজা হয়ে গেলাম কি করে দু’জন?
কতোটুকু হাঁটতে পারি রেললাইন ধরে?
কতোক্ষণ ধরে রাখো বৃষ্টি ভেজা কদম?
যদি বলি ফিরে যাবো না আর বাড়ি-
থাকবে কি তুমি সবুজ জ্যোৎস্না ছাড়ি?
সব কি হচ্ছে কেবলই স্বপ্ন- দৃশ্যে?
শ্রাবণ মেঘ কি এনে দেয় পরিযায়ী পাখি?
বৃষ্টির ফোঁটা ভেজায় নিতো কেতকীর বুক!
মেঘপুঞ্জ পাতার ছায়ায় আঁকা স্বপ্ন নাকি?
চৈতী হাওয়া লাগিয়েছে কেবল দোল!
রৌদ্র জ্বরে পুড়েছে অমরাবতী এই দু’চোখে।
পাখা ঝাপটানো স্বপ্নদের আজ তবে
কেন এই অহেতুক অসহ্য শোরগোল?
সবকিছু কি শুধু স্বপ্নেই হয় স্বাধীন?
পানকৌড়ি যে ডুব দিয়েছে জলে।
আকাশ ঢেকে দিতে পারে বৃষ্টি মাতম-
ডুবিয়ে দিতে যদি তুমি শ্রাবণ অতলে!