হামিংবার্ড

অলোক আচার্য — পৃথিবীতে যেমন ডাইনোসরের মতো ইয়া বিশালাকার প্রাণী সৃষ্টি হয়েছে তেমনি অতি ক্ষুদ্র প্রাণীও সৃষ্টি হয়েছে। আবার পাখি জগতেও যেমন রয়েছে বিশাল আকৃতির পাখি তেমনি রয়েছে অতি ক্ষুদ্র পাখি। প্রকৃতির নিজস্ব নিয়মেই এরা টিকে আছে। যদিও টিকে থাকা শরীরের আয়তনের উপর নির্ভর করে না। যাই হোক বলতে চাইছি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হামিং বার্ডের কথা। হামিং বার্ডের নাম আমরা সকলেই শুনেছি। সারা পৃথিবীতে এই পাখিটির রয়েছে প্রায় ৪০০ প্রজাতি। ইংরেজি ’হামিং’ কথাটির অর্থ হলো গুণগুণ বা ভনভন করা। পাখা নাড়লেই এই শব্দ হয়। এই ভনভন করার স্বভাব রয়েছে মৌমাছির ভেতর। সুতরাং এদের বাংলায় গুণগুণ পাখি বললেও ভুল হবে না। দেখতেও এই পাখি বেশ সুন্দর। হামিং বার্ডের আবার একটি প্রজাতি হলো মৌমাছি হামিং বার্ড। এরা গড়পরতা আরও ছোট হয়। এরা এতটাই ক্ষুদ্র যে লম্বায় মাত্র ৩ থেকে ৫ ইঞ্চি হয়ে থাকে। আবার পুরুষ হামিং বার্ড আরও ছোট হয়। এরা উড়ার সময় খুব ঘনঘন ডানা ঝাপটায়। আকারে ছোট হওয়ার কারণেই সম্ভবত এমনটা করতে হয় তাদের। এরা বাসা তৈরিতে কোমল পালক এবং ফুলের পাপড়ি ব্যবহার করে। বেশ সৌখিন পাখি এরা! প্রচুর ডানা ঝাপটাতে হয় বলে এরা খায় প্রচুর। কারণ তাদের প্রচুর শক্তির দরকার হয়। আর ওজন হয় মাত্র ২ গ্রাম থেকেও কম! হামিং বার্ড নিয়ে অনেক আশ্চর্য তথ্য রয়েছে। এদের মধ্যে একটি হলো এরা উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে এবং সেই ডিম মাটিতে পরার আগেই ফুটে বাচ্চা হয়ে যায়। হামিং বার্ডের গতি গড়ে ঘন্টায় ৪৫ কিলোমিটার। এর চেয়েও আশ্চর্য হলো এরাই একমাত্র পাখি যারা অনায়াসে সামনে ও পেছনে, ওপরে ও নিচে চলাচল করতে পারে। উল্টো দিকে পাখির ওড়া নিশ্চয় আমরা সবাই দেখিনি। হামিং বার্ড তাই সবচেয়ে ছোট ও বিস্ময়কর পাখিও বটে

কবি অলোক আচার্য

সকল পোস্ট : অলোক আচার্য