লকডাউনে ঈদ// মোস্তাফিজুর রহমান

লকডাউনে ঈদ এসেছে

ভেসে কালের খেয়ায়,

বাঁকা চাঁদটি হাসছে ঠিকই 

বাঁশ বাগানের ছায়ায়।

করোনায় আজ গৃহবন্দি   

দেশের মানুষ সব,

ঈদ মোবারক বলে এবার   

নাই তো কলরব।

পাহাড় সমান দায়িত্ব আজ   

আছে সবার কাঁধে,

এই বিপদে ঈদ উদযাপন   

কেমন করে সাধে।

ঈদ না হয় করবো তখন   

করোনা ছুটি নিলে,

বাঁচার মত বাঁচবো আবার   

সবার সাথে মিলে।

আসবে যখন শুভদিনটি 

মৃত্যু-মিছিল থেমে,

উঠবে নব-ঈদের চাঁদটি

শান্তি আসবে নেমে।

কবি অলোক আচার্য

সকল পোস্ট : অলোক আচার্য