পরামর্শ/বাসুদেব খাস্তগীর


‘অসাধারণ’, ‘চমৎকার’ আর
‘দারুণ ভাইজান’, ‘দারুণ’
এমন কমেন্ট পেয়ে খুশির
আত্মতৃপ্তি ছাড়ুন।

পড়ুন বেশি, গ্রামার বুঝুন
নিজকে করুন ঋদ্ধ
লেখক মানেই চির তরুণ
কে বলে সে বৃদ্ধ ?

বাড়ুক বয়স, বলুক সবাই
আপনি হচ্ছেন বুড়ো
জানুন তখন লেখার বয়স
ক্রমেই ক্রমে শুরু।

যদিও নাই যোগ্যতাটা
দেবো পরামর্শ
ছড়া পড়ে দেখবো হয়তো
বদন ভরা হর্ষ।

মন্তব্য করুন