আজ যার জন্মদিন তার জন্য ঈশ্বরের আশীর্বাদ/ নাসির আহমেদ কাবুল

আজ যার জন্ম‌দিন তার জন্য আমি
এক‌টি রক্তকরবীর গাছ রুয়ে দিলাম।
এক‌দিন পত্রপল্লবে আকাশ হবে সে—
সে‌দিন তাকে জন্ম‌দি‌নের শুভেচ্ছা জানাবো,
আজ আ‌মি শূন্য—কিছুই পারব না দি‌তে
এক‌টি গোলাপও না।

আজ তার জন্য বাতাসকে বন্দী করব না,
প্রজাপ‌তিকে বলব না রং ছড়াতে,
সূর্যকে বলব না উদ্ধ্যত গ্রিবায়
রং ছড়াও রক্তগোলাপের;
আজ পদ্মপাতায় একফোঁটা শি‌শিরকেও বলব—
আর সকরুণ হয়ো না তু‌মি,
আমার বুকের ম‌ধ্যে অজস্র কান্নাকে
উসকে দিয়ো না আজ!

ওই মানুষ‌টির জন্য–যার জন্ম‌দিন আজ
তার জন্য আ‌মি ঈশ্বর‌কে বলব, সমস্ত অপরাধ তার
ক্ষমা করে দাও, সবটুকু আশীর্বাদ দাও তাকে;
আমার কষ্টটুকু বুঝার ক্ষমতা দাও– আর কিছু
চাওয়ার নেই আমার!