হেমন্ত এসে গেছে/ শীলা প্রামাণিক

ফুটেছিল কাশফুল এবারও শরতে
হেমন্ত এসে গেছে শরৎ বিদায় মুহূর্তে
আবেশ লেগে আছে স্মৃতির পরতে পরতে।

প্রকৃতি সেজেছে আদরিনী ছলে
সবুজের বুকে সোনালি দোলে
হাঁসের ছানা খেয়ালে ভাসে জলের কোলে।

মাছরাঙ্গা ওঁতপাতে শিকারির বেশে
কিশোরীরা উড়ে বেড়ায় খিলখিল হেসে
গোরু ছাগল ঘরে ফিরে বেলা শেষে।

ধান কাটায় মেতে ওঠে কৃষকেরা
নদীতে জাল ফেলে চির চেনা জেলেরা
হেমন্তের গ্রামখানি মায়া-মমতায় ঘেরা।

মটরশুটি, খেসারি, কলাই ফুলে
মনের মাঝে শিশিরস্নাত নাচন তুলে
কিশোর বেলার স্মৃতির পসরা দুলে।

নবান্নের আমেজ জাগে বাঙালির প্রাণে
কৃষকের উঠান ভরে সোনালি ধানে
খেজুর গাছের রস পিঠার আবহ আনে।

ববূরা নাওর যায় পানসি নায়ে
হিম হিম শীত আসে মৃদু পায়ে
হেমন্ত এসে গেছে আমাদের গাঁয়ে।