আবার

আযাহা সুলতান

আমাকে দেখে আর মুখ লুকাতে হবে না তোমার
হুঁচোট আর কত খাবে তাড়াহুড়ো করে মুখ লুকাতে গিয়ে
চলে যাচ্ছি অবজ্ঞার এ শহর ছেড়ে অনেক দূরে
তুমি দুখী হয়ো না আর পাবে না মশাল জ্বেলে খুঁজে আমাকে
কষ্ট যদিবা দিয়ে থাকি—দেইনি একথা বলছি নে তবে—
তবে? তোমার ‘হাঁ’ ‘না’র উপর চলত যে রাজত্ব
তুমি ভুলে গেলে বলে সব—আমি সন্যাসীদের একজন
তোমাকে দুঃখ দিতে আসব না আর এ শহরে
আমার কবরে দুফোঁটা অশ্রু ফেলে যেয়ো এসে—
একথা বলব না—বলতে পারি না আর কোনো অধিকারে

আমাকে খুঁজছ? খুঁজে পাবে না আর জগজ্জুড়ে—
আমি মরে গিয়ে সেদিন চলে গিয়েছি করুণার সাথে
অই নক্ষত্রের দেশে—চিরকুয়াশার আঁধার নগরে
নিশিথে ফুটে যেকুসুম তারই ঘ্রাণে হয়ত—হয়তবা
অনুমান করতে পারবে একদিন সত্যিকারের হৃদয়ে
ফুটফুটে জোছনার আবছায়াতে দেখা হয়ত পাবে—
অই যে দূরে—ভয়াল কালো জলের বিরাট বিলে
হয়ত রক্তকমল হয়ে ফুটছি আমি আবার—আবার
কিবা দ্রোণফুল জড়ায়েছে তোমার লালপাড়-শাড়িতে—
টের পাবে না—ভুঁইফোঁড় দলে যাচ্ছ তুমি বারবার

আমাকে দেখেও হয়ত চিনতে পারবে না আর—
আমি ছায়াহীন বালিকার নিগূঢ়প্রেমে মজে
দিনরাত খেলছি লুকোচুরি বেদনার বাগানে
সেখানে—দূরে—বহুদূরে—হয়ত আরো দূরে
চিরকুমারীদের দলে ছুটছি সমান্তরালের ময়দানে
এ জীবনের না পাওয়ার বেদনা হয়ত সেদিনও রবে—
থাকনা তবে—আবার আমি তোমার কথা মনে করে
কুসুম হয়ে ফুটতে পারি মোহনলালের কার্নিশে
তোমার চলার পথে কাঁটা হব না তবে—
হয়ত ভালবাসার রক্ষক হয়ে জড়াব আঁচলে


আমাকে অনুভব করতে পারো—পারবে না হয়ত—
আমি তোমার হাসির ঝলকে মুক্তা ঝরে
সুখের সান্ত্বনায় সমুদ্রতল গভীরতলে ডুবে যাচ্ছি
কিবা আবার ভেসে উঠছি তোমার নাম ধরে
সৃষ্টির সমস্ত রঙে মিশে গিয়ে আবার আমি
রাঙাতে আসছি বিষাদের রংহীন সংসার
আমার কথা নাইবা মনে রাখলে তুমি
আমি তোমার কথা মনে রেখে আবার আসছি ফিরে—
ভুলে যাচ্ছি তখন অইসব দুঃখদরদের নীলদংশন
দেখছি বিস্ময়ে নিশ্চয়তার অভূতপূর্ব আদর



আমাকে দেখতে পাবে—হয়ত অন্যরূপে—
তোমার শুভ্রজীবন রাঙানো হবে যখন
কানিজের সৎপুত্র মালিজের সাথে
অথবা সোয়াতির আগপুত্র সুখেন্দ্রের সঙ্গে
প্রার্থনারত ভ্রমর-এক গুঞ্জরিছে দেখো পুষ্পনিকুঞ্জে—
যাত্রা শুভ —ভেনিস শহরের কিবা যবদ্বীপ জাফলঙের
অথবা হিমালয় থেকে হিমচাঁদের প্রাসাদের
মধুঝরা থেকে মধুচন্দ্রিমার অই প্রমোদনগরে
তোমার স্বর্গসুখের আনন্দঘনমুহূর্তে কবে
একান্ত কুঠরিতে ভূত হয়ে দাঁড়াব না ভয়ঙ্করে

আমাকে হয়ত দেখতে পাবে তুমি আবার—
পাবে না—বৈরৎ বেইজিং বার্লিন রোম
সিডনি প্যারিস লন্ডন টোকিও নিউয়র্ক
এই বেতবনে—বাঁশঝাড়ে—হিজলতলায়
‘ডাক’ ‘ডাক’ ডাকছে দেখবে ডাহুক-এক প্রিয়তমায়
কিবা খঞ্জন-এক পুচ্ছ নাচাচ্ছে তোমার স্বাদের ডেউয়াগাছটিতে
হয়ত জলপিপি-এক উড়ছে দেখবে তোমার মাথার উপরে
কিবা ঘুঘু-শালিক-দোয়েল-এক খুঁটছে দানা জগেন্দ্রোঠোনে
‘দূর’ ‘দূর’ করে দূরে তাড়াচ্ছ তুমি তারে বারেবারে—
বারবার আসছি ধেয়ে—আসছি তোমার মূঢ়দৃষ্টে আবার

সাহিত্য-ডেস্ক/আজ-আগামী/২০২১/০৭/২৯/নী/জ@কবিসত্ত্ব_সংরক্ষিত

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন