একুশের চেতনা।। রাজ পথিক

সব ক’টা জানালা খুলে দাও…
খুলে দাও অবরুদ্ধ সকল কপাট।
বুকের লেলিহান’কে বিচ্ছুরিত করে
বর্ণচোরা’দের বুঝিয়ে দাও…
বাংলা ভাষা’র অমর ইতিহাস।
হিমোগ্লোবিনের সাথে আষ্টে-পৃষ্ঠে
মিশে আছে যে মমতা নিঃসৃত ভাষা…
লোহিত অাঁচড়ে প্রচ্ছদিত যার মলাট,
সে তো আমার বাংলা ভাষা।
শহীদ ভাইয়ের রক্তে রাঙানো স্বাধীনতা’কে
একটু প্রশান্তির শ্বাস নিতে দাও।
সন্তান হারা মায়ের অশ্রুসিক্ত বিজয়’কে
বিবস্ত্র সভ্যতার কারাগার থেকে মুক্ত করো।
জ্ঞান পাপিদের বুঝিয়ে দাও…
মাতৃভাষা আর দেশ মাতৃকার সর্বোচ্চ সম্মান।
পাশ্চাত্যের কষাঘাত হতে,
বাংলা’র সম্ভ্রম’কে চির মুক্তি দাও।
শুধু নয় ভাষণ, বুকে করো ধারণ
রক্ষিতে বাংলার সম্ভ্রম…
পাশ্চাত্যকে মন থেকে করো বর্জন।
একুশের চেতনায় জাগ্রত হয়ে…
প্রাণে প্রাণে বাংলার জয়গান গাও।।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়