চলে গেলে বহুদূর/ জয় মজুমদার

বহুদূর চলে গেলে
জানি আসবে না ফিরে আর কোনোদিন।
তোমাকে ফেরানোর চেষ্টা ‘র কমতি ছিল না আমার।
শত সহস্র চেষ্টার মাঝে এক ব্যর্থতা’র গল্প রচনা করলাম।
তবু্ও যে ফিরে আসোনি তুমি!

স্বল্প সময়ের পরিচয় মায়ার বাঁধনে আবদ্ধ করেছিলে আমায়।
হয়তো এটি নিয়তির খেলা মাত্র।
প্রকৃতির সৃষ্টি’র মাঝে আবারো বলতে হচ্ছে “বিনা মেঘে বজ্রপাত ”

জানি আসবে না ফিরে আর কখনো
হয়তো রয়ে যাবে অলিখিত অনেক স্মৃতি।
তোমার অনুভবের ঠিকানায় আমি এখনো শত সহস্র চিঠি পাঠিয়ে রেখেছি।
একটু আশা নিয়ে বেঁচে আছি হয়তো একদিন প্রত্যুত্তরে তোমার সাড়া পাব এই আশাহীন প্রত্যাশা।

ভালো থেকো, অনেক বেশি ভালো থেকো!
জানি তুমি আসবে না ফিরে।
চলে গেলে বহুদূর, শতসহস্র মাইল।
তোমাকে কাছে পাওয়ার অনুভূতিতে আমি এখনো খুঁজে ফিরি বারেবার ।
জানি আসবে না ফিরে আর কখনো,
চলে গেলে বহুদূর ।