প্রিয় ঠিকানা/ সাবেকুন নাহার মুক্তি

নির্বাক চেয়ে থাকা অসংখ্য মুখের ছবি ;
ভেসে থাকে আশেপাশেই ,
ভীষণ ব্যস্ততার মাঝেও চোখে চোখ পরে ,
কথা হয় না কখনো এখন , কথা অনেক হয়েছিল তখন ,
নির্বাক মুখচ্ছবি ,চোখের ভাষায় জানান দেয় অতীত স্মৃতির
যেই দিন শেষ হয়েছিল সময়ের প্রয়োজনে
ঠিকানা পরিবর্তনে সংগ্রামী পথচলা।
অথচ স্মৃতির ক্ষুধারা ভীষণ কাতরায় সময় অসময়ে
সুখগুলো ও দীর্ঘশ্বাসে হাসে বিষাদের অধরে
দুঃখগুলো স্যাঁতস্যাতে করে দেয় হৃদয়ের উঠান
রাগ বিরাগের সুরগুলো ভেসে আসে তানপুরার সুরে,
ওগুলো সব রয়ে গেছে পৃথিবীর আনাচে কানাচে
মরীচিকার মায়াজাল চারিদিকে ,আটকে যায় পথে পথে স্মৃতিরা;
মনের অন্তরালে।
মেঘ, বৃষ্টি ,ঝড়ের মতো ওরা আসে ফিরে ফিরে
শান্ত নদীর মতো বয়ে চলে যেন ধীরে ধীরে

সেই অসংখ্য মুখচ্ছবি এখনো স্পষ্ট চারিদিকে
শুধু আমায় ডাকছে যেন ফেলে আসা প্রিয় ঠিকানায়।