চিত্রল সে চাহনি।। রাজ পথিক

ভালো কিছু দেখলে প্রেমে পড়াটা আমার স্বভাবই বলতে পারো!
আমিও যে সুন্দরের পূজারী…
সুন্দর প্রতিভূ, আমার চৈতন্যকে বরাবরই জাগ্রত করে।
এই ধরো, যদি সেদিনের কথাই বলি…
না, দিন-ক্ষণ নির্দিষ্ট করে কিছুই বলবো না।
তাহলে তুমি সহ আরো অনেকের কাছেই, হতে পারি আসামী।

রিম-ঝিম উৎসব মুখর কোন এক সান্ধ্যক্ষণে,
তুমি ছিলে একান্ত আমন্ত্রিত মধ্যমণি।
অগণিত দর্শক-শ্রোতার ন্যায় আমিও অপেক্ষায়
অধির আগ্রহে করছিলাম সময় পার।
অবশেষে তুমি এলে…!
গোলাপ রাঙা দুটি পাঁপড়ি মেলে,
উপস্থিত সকলকেই স্বাগত জানালে,
নিষ্পাপ অবয়বের জোছনায় আলোকিত হলো পুরো মঞ্চ।
সে আলোয় অপলক চেয়ে ছিলাম তোমার চিত্রল চাহনিতে,
ভীষণ শান্ত, অথচ শত উপমার ঢেউ ছিল দৃষ্টি জুড়ে।

একের পর এক হৃদয় কাড়া পরিবেশনায়,
সহসায় হলে তুমি, দর্শক নন্দিত শিল্পী।
তোমার স্থির দৃষ্টিতে ছিল আমার নিমগ্নতার বাঁশরি!
কল্পনায় উঠে এসেছিল জীবনানন্দের বনলতার মত কেউ।
কিন্তু আমি যে কবি নই, তাই গাঁথতে পারিনি,
সেই স্মৃতিময় সন্ধ্যাটাকে কাব্যমালায়!
সময়ের বাঁধকতায়, সে কল্পময় সন্ধ্যাকে,
দিতে হলো বিদায়, নীবর বিমুগ্ধতায়।
তবুও মায়ামাখা সেই চিত্রল চাহণি,
মাঝে মাঝেই সেদিনের মধুক্ষণটি, আজও ফিরিয়ে দেয়।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়