তাহমিনা সুলতানার দুটি কবিতা

আচঁড়

মনের ভেতর ভূমিকম্পের কাঁপুনি
এক্ষুনি ঢলে পড়বে নড়বড়ে দালানকোঠা
আর অযথা জমানো কিছু জঞ্জাল
অদরকারী বইপত্রের মতো!
ধুলা জমে ছিল অনেকদিন সেখানে
মেরামত করা সম্ভব নয় জেনেই
হয়তো ইচ্ছে করেনি!
নদীর ঢেউয়ের উপর কচুরিফুলের নড়ে ওঠা!
হঠাৎ, কাঁচের চুড়ির রিনিঝিনি শব্দ
গভীর জলে ডুব দেয়ার স্মৃতি রোমন্থন
হঠাৎ করে মনে পড়লো,
অনেকদিন দীঘল কালো কেশে
চিড়ুনির আঁচড় পড়েনি!
(তাহমিনা সুলতানা)
৩১/১/২০২১

বড়বেলা

যেদিন তুমি দেখবে সিঁথির এদিকওদিক
দু’একটা শুভ্র কেশ উঁকি ঝুঁকি দিচ্ছে
সেদিন তুমি ঠিকই বুঝে যাবে
তোমাকে কেমন দেখাচ্ছে,সেটা তেমন গুরুত্বপূর্ণ নয়
স্বপ্ন ঝরা পথে এগোতে এগোতে
যেদিন তুমি জানবে অনেক স্বপ্ন এখনো তোমার অধরা
সাথে সাথে সেদিন তুমি এটাও বুঝবে
জীবনের সব স্বপ্ন পূরণ হওয়ার প্রয়োজন নেই
যখন তোমার আর আগের মতো ব্যস্ততা নেই
সন্তানরা যার যার মতো থাকতে শিখে গেছে
তখন তোমার সময় হবে নদীর জল ছোঁয়ার
তুমি জানতেই না শান্ত জলও কতো গভীর হয়!
যখন প্রজাপতি মন উড়ে বেড়াবে না ফুলে ফুলে
রঙ্গিন ফুল আর অতোটা কাছে টানবে না
তখন তুমি এটাও বুঝে যাবে
ফুলের কাছে না গিয়েও ফুলকে ভালোবাসা যায়
যখন আগের মতো
তরতর করে উঠতে পারবে না উঁচু পাহাড়ে
অথবা, খুব ইচ্ছে হবে না নদীর ওপারটা দেখার
তখন আবেগ,অনুভূতিও তোমাকে কাহিল করবে না
তুমি ততোদিনে জীবনটাকে অনেকটাই বুঝে নিয়েছো
কে কে বললো আর ভাবলো, তাতে তোমার
সেইসব দিনে কিচ্ছু যাবে আসবে না..!
তুমি আসলে তখনই জীবনের নতুন মানে খুঁজে পেয়েছো!
(তাহমিনা সুলতানা)

মন্তব্য করুন