দেওয়ান লালন আহমেদের দুটি কবিতা

কে কারবারি কে অধিকারী

——————————

পাই না পাই তবুও চাই
পারি না পারি পায়চারি,
নিত্য বাঁচে নিত্য মরে
ভবের এই সংসারে ।

কে উপরে কে নিচে
কারবার করে কিনে বেঁচে,
কে কারবারি কে অধিকারী
বুঝতে না পারি ।

মনেতে বাস করে
কে করে মনেতে বিচরণ
মনেতে করে গমন
মনেতে তার বচন।

জলে স্থলে অন্তরীক্ষ
গুরুর চরণে খুঁজি বটবৃক্ষ ,
সদা সত্য গুরু শিষ্য
ধনী গরীব কি অস্পৃশ্য ।

সিদ্ধি-লব্ধ হয়না কেনো
যেনো খাঁখাঁ মাঠ ,
নিত্য পুড়ি শুধুই
নিষ্ফল খড় কাঠ ।

চারিদিক শুনশান নিস্তব্ধ
কোন ঘরে করিতে লব্ধ
কে করছে জব্দ
করল আমায় আবদ্ধ ।

চলে যাওয়া মানে দড়ি কেটে ফেলা নয়

—————————–

চলে যাওয়া মানে
দড়ি কাটা নয়,
দড়িতে কাছে টানে
হৃদয় থেকে হৃদয় |

মায়াকে পেতে চাওয়া
নয় তো তপ্ত হাওয়া
পাওয়া না পাওয়া
তবুও আসা যাওয়া |

চলতি পথে মনের সাথে
মনের ঘরে ,
জুড়ে যে অচেনা মায়া
হয়েছে নিত্যদিনের ছায়া |

নিত্যকার সেই ছায়া জাগায় কায়া
কায়ার মাঝেই বাঁচে মায়া ,
মায়াকে পেতে চাওয়া
পাওয়া না পাওয়া
তবুও আসা যাওয়া |

চলে যাওয়া মানেই চোখ ভেজা
কাছে পাওয়া মানেই তরতাজা ,
দু:খ মালায় মন ভারাক্রান্ত
যেন বক্ষ উজাড় সর্বস্বান্ত |

(জল বিরল বহে অবিরল )

মন্তব্য করুন