সূর্য্যকন্যার উষ্ণ ভালবাসা/আনোয়ার উদ্দিন

তুমি একটা ভালবাসার অগ্নিপিন্ড
জন্মলগ্ন থেকে।
তোমার উষ্ণতা টক ঝাল মিষ্টির
টুকরিতে ভরা। সময়ের আবর্তে
আছড়ে পড় ধরণীর পর।
প্রতিদিন ভোর হয়, তোমার ভালবাসা
রং-বেরং এর আভা ছড়ায় মৃত্তিকার উপর।
বসুন্ধরার সাথে তোমার উষ্ণ প্রণয়
কোকিলের কুহু কুহু রব আর অরন্য
ভেদ করে সোনালী আলোর ছটা নিত্য
করে বিশাল জলরাশিতে।
সারাদিন অবিরাম খেলা ধীরে
ধীরে ¤্রয়িমান হয় গোধূলীবেলা।
তুমি পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়
কোন এক অজানা অতল গহ্বরে।
আমি জানিনা মনে হয় লুকিয়ে
লুকিয়ে প্রণয় করে চাঁদের মেয়ে
জ্যোছনার সাথে কখনও গোসসা করে
বসে থাকো মেঘের আড়ালে
ধরণীর নির্মল বাতাসে তোমার আলোর
চাদরে নিজকে মুড়িয়ে দেই ভালবাসার গহীনে।
মৃত্তিকায় দাঁড়িয়ে লক্ষ কোটি দূর থেকে
তোমাকে দেখি নির্বাক দৃষ্টিতে। এত
ক্ষুধা এত আয়োজন কত কথা
মনে পড়ে চৈত্রের দুপুরে। কষ্টের
মালা গেঁথে ধমকে দাঁড়াই
ভালবাসার অনলে।
আমার উত্তপ্ত দু’হাত বাড়িয়ে
দিলাম তোমার পানে যদি পার
আকাশের সিঁড়ি বেয়ে নীচে নেমে আস
সূর্যকন্যার বেশে, সিক্ততা
দূরে সরে যায় ক্রমশঃ জলবায়ু বিভ্রাট।
উদ্বেলিত মন কেঁদে উঠে প্রচন্ড আর্ত
চিৎকারে উষ্ণ ভালবাসায় অবশেষে
হারিয়ে যাই মৃত্তিকায় মিশে।

মন্তব্য করুন