দ্বিপদ মানুষ

মনোয়ারা বেগম

আবার আমি একটি কাহিনী বানাব
মর্তের প্রথম অধ্যায়ে রচিত হাবিল-কাবিল এর মতো,
আসমানে ঘটিত ইবলিশ এর মতো,
পৃথিবীর সব আলো দূর করে আমি
আঁধার নামাব।
জোছনা গিলে খাব,
আমি জানি চাঁদের কলংক।

আমি বজ্রকে ধংস করব তীরের আঘাতে,
ফুলকে ফুটতে দেব না,
পুড়িয়ে দেব এসিডে,
পাখিরা গাইবে না,
থেমে যাবে বহতা নদী,
তোমার একটাও প্রতিচ্ছবি
আঁকতে দেব না।

আলোকিত দিবসের কাছে
দীক্ষা নিতে পারিনি,
আমি শিখেছি বধ্যভূমি, অন্ধকার রাত আর
পিশাচের কাছে থেকে।

স্নিগ্ধ নদী, নীলাকাশ,
পাহাড়ের পাদদেশে শ্যামল ছায়া,
শিশুর পবিত্র মুখের সুঘ্রাণ
দিয়েছি জলাঞ্জলী তীরের আঘাতে,
আমি জানি কুরুক্ষেত্রের দুষ্ট শাসন।

অন্যের হিতে আমি বিদ্বেষী
পৃথিবীর সব মূল্যবান হিরা, জহরত সব আমার চাই,
করে চলি সম্মান ছিনতাই।

আমি মেতে আছি নিজেকে ধংস করার নিষ্ঠুর খেলায়,
কারণ আমিই তো সেই অথর্ব
দ্বিপদ মানুষ।

সাহিত্য-ডেস্ক/আজ-আগামী/২০/০৭/২০২১/নী/জ @কপিরাইট_সংরক্ষিত

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়