নিয়তি l ফারহানা নীলা

সেই কবেকার আধভাঙা চাঁদে এঁকেছিলাম নিয়তি,
জোয়ার- ভাটার রসায়নে এখন কেবলই কৃষ্ণপক্ষ আর শুক্লাপক্ষের মাতম!
আধভাঙা নিয়তিতে ঝুলে থাকে আধভাঙা টিপ,
বিশালত্ব নিয়ে আকাশের মুচকি হাসি,
উড়ে যাবার বাসনায় মেঘও খোঁজে ডানা!
নীল সাদা পালকে ঢেকে নেয় মেঘ দিনের আকাশ,
সমাগত রাতের বিছানায় উপচে পরে কালো।
অমাবস্যাতিথি ঘনিয়ে আঁধার রাত ডেকে আনে,
পূর্নিমাতিথিতে কেবলই চোখের নেশা!

নিয়তির মরুচরে মরুঝড় উন্মাতাল
বালির আখরে লেখা হয় নিয়তি আবার।
শক্ত মাটির আশায়, পায়ে পায়ে হেঁটে চলে নিয়তি; চোরাবালির ঈশারায়!
ব্যর্থ হয় সব,
সব ধুলিকণা!
উন্মত্ত নিয়তি, ঢেউয়ে ঢেউয়ে আসে নিষ্ফল গর্জন,
গোধুলী আলোয় ডুবে যায় নিয়ত নিয়তি!

#নীল_কথন
২৭/১২/২০১৭

মন্তব্য করুন