বিগত প্রেমিককে/মেহরাজ শারমিন

বহুদিন তোমার দেখা নেই 
দূরত্বের যে সরল সংজ্ঞা আমরা জানি 
তা থেকেও কয়েকশো রাত দূরে বসে ভাবি 
— তুমি ভালো নেই, প্রিয়।

যখন তোমার জন্য খুব কষ্ট হয় 
যখন বিগত বিকেল সরে যায় ধীরে ; 
ঘোরের মতোন নিবিড় রাতের কার্নিশে
তোমার রক্তবর্ণ চোখের ভাষা পড়তে পড়তে 
ঝুলে থাকি একা – আমি আর বিমর্ষ চাঁদ।

অথচ আমি; হ্যাঁ, আমিই তাড়িয়ে দিয়েছি 
প্রবল প্রাণময় তোমাকে ;
যেমন বিপন্ন গৃহিণী তাড়ায় মাংসের ঘ্রাণে 
প্রলুদ্ধ বেড়ালকে 
মধ্যাহ্নভোজনে গৃহকর্তা যেভাবে তাড়ায় 
অনাহুত কুকুরকে ;
সন্ধ্যার অজানা আঁধারে মিশে যেতে যেতে 
বলেছি — মরে যাও 
ঝরে যাও শীতের আবেগহীন পাতার মতোন
অপরিণত আবেগ, বালখিল্য প্রকাশ আর
পতিত প্রেম নিয়ে —
ডুবে যাও কোন সমুদ্রে
প্রগাঢ় নীলে আরও নীল হয়ে ; 
প্রকম্পিত নিষ্ঠুরতায় ভেবেছি, ” হায়, তুমিও মানুষ! “

সেই আমি
অমন ছন্দময় ঘৃণার ব্যঞ্জনা নিয়ে আজ
প্রতিমুহূর্তে মরে যাচ্ছি তবু তোমার জন্য।

মন্তব্য করুন