বিবর্ণ ঈদ ।। এম.এম.এইচ.মুকুল

সময়ের বুক পকেটে নৃত্য করে মৃত্যু
ভালবাসা সরে যায় দৈর্ঘের এককে
চারদিকে লাশের সারি দীর্ঘ হয়
তবু চাঁদ পাল্টায়, ঈদ আসে – বিবর্ণ ঈদ।

মজুরের ঘাম শুকিয়ে পাজর শুকায় বুকের
বাইরে দীর্ঘতর হয় ক্ষুধার্তের মিছিল।
লকডাউন কেড়ে নিয়েছে ভাতের থালা।
তবু মার্কেটে নিয়ন বাতি জ্বলে
ঈদ ভাসে চোখের জলে – বিবর্ণ ঈদ।

উপরতলায় রং বদলায়..নতুন পোশাক আসে
ফুটপাতে ন্যাংটা ছেলে মাস্ক পড়ে..করোনা হাসে।
তবুও সময় গড়ায়, ঈদ আসে – বিবর্ণ ঈদ।

করোনা যার করুণাও তাঁর
তাঁর’ই কাছে তুলি দু’হাত,
তুলে নাও সকল মুছিবত
কর্মে,খুশিতে ফিরিয়ে দাও বর্ণিল ঈদ বরাত।