রক্তাক্ত একুশ।। জয় মজুমদার

বাংলা আমার রক্তিম সূর্য
লাল সবুজের পরিচয় ;
সোনার বাংলার দামাল ছেলেরা
এনে দিয়েছে নতুন সূর্যোদয়।

জন্ম নিয়ে গড়েছি মা
মাতৃভাষার অধিকার ;
বাংলা আমার প্রাণের ভাষা
ওরা কেঁড়ে নিতে চায় বার বার।

এই ভাষাতেই মায়ের কথা
কত নামেই যে ডাকি;
এই ভাষাতেই জীবন মরণ –
থাকে না, আর কিছু বাকি ।

ভাষার জন্য জীবন বিসর্জন
বিশ্বে এমন নজীর কোথাও যে আর নাই;
জাতির বীর সন্তানরা পথে নেমেছে –
মোদের রাষ্ট্র ভাষা বাংলা চাই।

গৃহবধুর আর্তনাদ-
বাবা হারানোর ছোট্ট খোকার ব্যথা;
মায়ের মুখের অশ্রুসিক্ত বুলি
একুশের সেই রক্তাক্ত স্মৃতি,
আজও বুকে রয়েছে গাঁথা।

এই ভাষাতেই শুনেছিলাম রবি ঠাকুরের প্রাণ জুড়ানো গান;
এই ভাষাতেই় লিখে গেলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়