শুধবো ভাষার ঋণ/ শ্রীমতি শিখা রাণী

লাল সবুজে উড়ায় কেতন
বর্ণমালার সুরে,
শহীদ মিনার লাল হয়েছে
রক্ত জবায় মুড়ে ।

কাল গড়েছে হাজার কবি
স্বর-ব্যঞ্জনের বাঁয়ে,
পাল তুলেছে নিত্য মাঝি
ইলশে ধরা নায়ে ।

দীপ্ত ভাষার মোড় ঘুরেছে
তরুণ সেনার হাতে,
কল্পতরু গান লিখে গাও
স্বর্গ পাবেই তাতে ।

বাংলা ভাষার হলফনামা
শহীদ ভাইয়ের বেদি,
নাও স্মরিয়ে হৃদয় কোণে
দূর ভাষাদের ছেঁদি ।

পণ করো আজ ঊষার দ্বোরে
আট ফাগুনের দিনে,
বাংলা ভাষার দোসর ঘিরে
থাকবো না আর ঋণে ।

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান

মন্তব্য করুন