শেক্সপিয়রের বইয়ের কিছু দুর্লভ কপির সন্ধান

১৬২৩ সালে ছাপা হওয়া শেক্সপিয়রের বইয়ের কিছু দুর্লভ কপি খুঁজে পাওয়া গেছে। ফ্রান্সের একটি লাইব্রেরিতে খুঁজে পাওয়া ওই বইগুলি আসল কিনা তা ইতোমধ্যেই একজন বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করানো হয়েছে।

শেক্সপিয়রের ওপর গবেষণা করা ইউনিভার্সিটি অব নেভাদা’র প্রফেসর মি.এরিক রাসমুসেন সম্প্রতি তার ফ্রান্স সফরের সময় খুঁজে পাওয়া বইগুলি পরীক্ষা করে দেখেছেন। তিনি জানান, বইগুলি শেক্সপিয়র মারা যাওয়ার সাত বছর পর ছাপা হয়েছিলো। খুঁজে পাওয়া কপিগুলো খুবই দুর্লভ জানিয়ে তিনি বলেন, বর্তমানে এই বইটির খুব কম সংখ্যক কপিই খুঁজে পাওয়া যায়।

লাইব্রেরিয়ান রেমি করডোনিয়ার সংবাদ মাধ্যম বিবিসিকে জানান, বইগুলির মাঝের কয়েক পৃষ্ঠা হারিয়ে গেছে। কোনো কোনোটির আবার মলাটও নেই। এছাড়া বাকি বইগুলি বেশ ভালো অবস্থাতেই আছে।

রেমি জানান, এই বইগুলো জেসুইট কলেজের লাইব্রেরিতে সংরক্ষিত ছিলো।

মন্তব্য করুন