হাসি

নূরুল গণি (ফাহমিদার জন্যে ছড়া)

এসো সোনা মিষ্টি হাসো
ওরে আমার
আঁখি,
ময়না টিয়া তোতা বলে
মনের সুখে
ডাকি।

তোতলা বুলে বাজে বাঁশি
ফোকলা দাঁতের
ফাঁকে,
চাঁদ তাঁরাতে পড়লো সাড়া
হাসির ছবি
আঁকে!

ফুলের চোখে,প্রভাত মুখে
পাখির বুলি
শুনে,
লতা পাতায় কানাকানি
সবুজ মায়া
বনে।

চাঁদের মুখে তাঁরা ঠোঁটে
কালো মেঘের
চোখে,
হাসির মোয়া লেগে আছে
ঐ পতাকার
বুকে।

মন্তব্য করুন