অপেক্ষায় আছি।। সুপ্রিয়া বিশ্বাস

আমি শরতের পেজা পেজা মেঘ ছুঁতে চেয়েছি তোমায় সংগে নিয়ে,
ছুঁয়ে দেখিনি তুমি আসনি বলে।
আমি পাহাড়ের দেশে যাইনি তুমি আসবে বলে,
আসনি ,
আজও দাঁড়িয়ে আছি একাকী পাহাড়ের পাদদেশে,
তোমার আঁশে।
আমি ঝরণার জলে পা রাখিনি তোমাকে সংগে পাইনি বলে,
বলেছো আসবে সময় হলে।
টিকটিকিয়ে সময় বয়ে যায় মহাকালের দিকে।
আমি অপেক্ষমান –
কি যায় আসে আমার দীর্ঘশ্বাসে?
আমি সমূদ্রের জলে স্নান করিনি তোমাকে ছুঁইনি বলে,
তুমি বলছো ছুঁয়ে দেবে আমায় সমূদ্রের ঢেউ হয়ে।
আটলান্টিক মহাসাগর ঘুরে তুমি কবে আসবে বঙ্গোপসাগরের তীরে?
সময় হয়নি বুঝি?
আমি আজও অপেক্ষমান তোমার জন্য বালুচরে!!
আমি তারাদের সাথে রাত জেগে রই তুমি সেথায় আছো বলে,
আমি তোমার জন্য অপেক্ষায় আছি মহাকাশের পানে চেয়ে,
শত সহস্র বছর ধরে।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়