আড়াল।। জাহিদুল যাদু

প্রয়োজনে শিখে নাও, একাকী বাঁচো!
দূরে সরিয়ে দাও, বঞ্চনার বেঈমান রোদ্দুর;

কিছুটা সময় বয়ে যাক,বয়ে যেতে দাও
মাথা থেকে বিষ পায়ে গড়াক
তারপর ঝাড়া মেরে ফেলে দিও ব্যর্থ সুর।

আবেগ উদ্বেগ সবই সময়ের ছল
বশে রাখো ভালো থাকো!
দূরে রাখো সব্বাইকে..
দূরে রাখো, আড়ালে রাখো, আঁধারে রাখো,
ব্যক্তিগত তোমাকে
নারী বা পুরুষের দেহে যে তুমি
লুকিয়ে ছটফট করছে।

প্রয়োজনে ছিঁড়েখুঁড়ে খাও,
প্রয়োজনে সাধুপানা মুখে
আকাশ দেখো, বাতাস দেখো
কুচ পরোয়া নেহি!

এতোটুকু জীবনে যা চায় সব কি আর পাবে!
মুখ ফুলিয়ে বুকে শ্বাসের ফস ফস শব্দ তুলে কি হবে! কাঁদলে গলা ছেড়ে কাঁদো…
নয়তো পাথর হয়ে যাও এক্কেবারে শ্বেতপাথর,
যে কাঠিন্যের মাঝে লোকে আলাদা
সৌন্দর্য খুঁজবে,প্রশংসা করবে, মুগ্ধ হবে!

সোজা করে সবকিছু ভেবো না,
ভাবতে যেও না, কে কি ভাববে?
আদতে কেউ কিচ্ছু ভাবছে না,
শুধু ভাবনার ভান করে ঘর্মাক্ত এঁটো চুল
টেনেটুনে ছিঁড়ছে।

চোখ বন্ধ করে, বুক ভরা দম নাও…
সামনের দিকে তাকাও… যতোটা দেখা যায়…
এ পৃথিবীর দৃশ্যমান এই দৃশ্য তোমার,তুমিও তার!!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়