আমি অপলক তাকিয়ে দেখি
আলো-আঁধারি খেলায় মেতে
তোমার অভিমান গলে পড়ে হেমন্ত শেষের রাত্রি ঘিরে!
ঘাসফড়িঙের পিছু নিয়েও আজও তোমার
অহেতুক অভিমান!
আমি বলি, তুমি একুশ পেরোলে কবে!
কখনো কুহেলিকা মাঝে কিংবা মেঘেদের ভাঁজে
অভিমান লুকাও।
আমি ঢের বুঝে নিই তোমার সেইসব
না বলা অভিমান যত!
আমি আজও সহাস্যে তোমার অভিমান কুড়াই
কুয়াশার চাদরে কখনো বা
উত্তাপ বিহীন রোদ্দুরে।
শুধু ভালোবাসি বলেই… শুধু ভালোবাসি বলেই
আনমনে বলি,
আমাকে ফিরিয়ে দাও… সকালের ক্লান্তি ভুলে
একটি নির্মল বিকাল!
যদি কভু মান ভাঙে তবে ফিরে এসো…
কোনো এক বর্ষা শেষে।
আমি এক আকাশ উচ্ছ্বাসে লুফে নেবো
তোমার ভালোবাসার অন্তঃসারশূন্য কঙ্কাল!