স্বপ্নবিলাসী।। জাহিদুল যাদু

চলো খোলা আকাশের নিচে
ঝুমবৃষ্টির একদিনে
ছাতা মাথায় দুজনে
শহরটা একবার ঘুরে আসি।

টোঙ দোকানের চা খাই,
আয়েশি টানে সিগারেটের ধোঁয়া রিং করি,
দু’চার ছত্র বৃষ্টিস্নাত গান কবিতা উচ্চারিত
হোক আনমনে!
পঁচা কাদা পানিতে ভিজুক পা,
মানুষের দুঃখ দুর্দশা হোক আলোচনা।

চলো বৃষ্টির মাঝে পার্কের বেঞ্চে বসে
রোমান্স করি
ভার্জিন উৎকণ্ঠা পুণরায় জেঁকে ধরুক
স্বপ্নবিলাসি মনে শৃঙ্গার খেলুক চুপিসারে।।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়