আজকাল মুঠো ফোনে সহসা ভেসে আসে— হাই- হ্যালো,
কেমন আছেন?
খোশমেজাজে থাকলে কেউ কেউ বলে ওঠে—-শুভ সকাল, শুভ সন্ধ্যা
অথবা গুডনাইট।
চেনা নাই,জানা নাই তাতে কী?
ফোনে ফোনে হাই- হ্যালো চলছে তো ঠিকই।
উৎসব পার্বণে শুভেচ্ছা বার্তা —- ঈদ মোবারক, শুভ বিজয়া আর শুভ ক্রিস্টমাস পেয়ে যাই ফোনে; শুধু বাসা বাড়িতে ঢুকতে মানা,
হাতে হাত মিলাতে মানা,
কোলাকুলি করতে মানা–তাতে কী!
ফোনেফোনে আমাদের চলছে তো সবই!
গত রোববার হয়ে গেল বন্ধুর মেয়েটার বিয়ে,নিমন্ত্রণ ছিল বৈ কি!
যেতে পারিনি– তাতে কী?
ফোনে ফোনে আশীষ দিয়েছি তো!
বড় মেয়ে আর নাতিটারে দেখতে যাওয়া হয়নি তো বহুদিন ।
সেই কবে যেন এসেছিল তারা,মনে নেই!
না,সম্পর্কটা ফিকে হয় নাই মোটে—
ফোনে ফোনে সব চলছে তো বটে!
এই আমরা–সবাই আছি তো বেশ–
বাড়ি- বাড়ি যাওয়ার ঝামেলাটা শেষ।
উৎসব- পার্বণে ঠাসাঠাসি নেই,
আবেগে হাত বাড়ানোটা নেই–তাতে কী?
প্রেমিকের সাথে প্রেমিকার দেখা-দেখি নেই —- তাতেই বা কী?
ফোনে ফোনে আমাদের চলছে তো বেশ!