আমার কোন অভিযোগ নেই-
নেই কোন অভিমান ;
তুমি এসেছিলে সূর্য উদয়কালে-
প্রভাত বেলা না শেষ হতেই ;
আবার চলেও গেলে ভুল বুঝে।
তাতে আমার বিন্দু মাত্রও দুঃখ হয়নি –
কিন্তু যতসামান্য অনুভব করেছি;
আচ্ছা বলতে পারো??
আমার অনুভূতি কি তোমার নিকট মূল্যহীন !
হঠাৎ আসলে কেনো?
নিষ্পাপ অনুভূতি গুলোকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে;
আবার চলেও যেতে পারলে?
সত্যি বলছি আমার কোন অভিযোগ নেই-
নেই কোন অভিমান ;
নিমিষেই, নিভৃতে যতনে সব মেনে নিয়েছি-
আমার ভাঙ্গা গড়া দেহে।
অশ্রু মাখা বিসর্জনে রাঙিয়ে দিয়েছি-
আমার অবচেতন মন;
অভিযোগের হালখাতায় –
হিসাবগুলো বেশ জমেছে পাকা ;
তারপরও বলবো আমার কোন অভিযোগ নেই –
নেই কোন অভিমান ।
তোমার ভালো থাকার অনুনয় –
আমার প্রার্থনার কুঁড়েঘর ;
যে কুঁড়েঘরে একটু সুযোগ পেলেই –
জমিয়ে দেই প্রার্থনার আসর ।
মনের জানালায় উঁকি দিয়ে-
নিষ্পাপ পলকে বলতে চাই;
আমার কোন অভিযোগ নেই-
নেই কোন অভিমান ;
সকল অজুহাত গুলো কে দূরে ঠেলে দিয়েছি-
জল্পনা কল্পনার বহির্গমণে-
সত্যি বলছি আমার কোন অভিযোগ নেই ;
নেই কোন অভিমান।