মুছে যাওয়া স্মৃতি।। তাহমিনা সুলতানা

পৃথিবীর শরীর থেকে মুছে গ্যাছে পুরাতন পৃথিবী
কৃষ্ণচূড়ার তীব্র লালের পাশে সুরেলা কিছু দিগন্ত
প্রতীক্ষার পাহাড়ে ডানা ঝাপটায় রুপোলী ঝর্ণা
হাতের কাছে পড়ে থাকে – এলোমেলো বিরাগী বসন্ত।

অবহেলায় ক্ষয়ে পড়ে ভাঙ্গা চাঁদের তুমুল জোছনা
আয়নার শিশিরেও জমেছে বিন্দু কতোক অভিমান
অন্ধকারের গায়ে ওড়ে এক ঝাঁক জোনাকি- আলো
নিঝুম রাত্রি এনে দেয় ডাহুক প্রহর- কুহকী চোরাটান।

এমন রাতে স্মৃতির দরজা খুলে তোমাকেই খুঁজি
কোথায়ও কি আছো তুমি? .. না, কোথায়ও নেই
পড়ে আছে সেখানে – শুধুই একরাশ নিস্তব্ধতা!

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়