আমি সুশীল সমাজের দায়িত্বজ্ঞানহীন একজন
আমি নিশ্চুপ!!
জ্বলছে মানুষ, পুড়ছে ঘর
আমি চুপ!আমি চুপ!
আমি সুশীল সমাজের দায়িত্বজ্ঞানহীন একজন
আমি নিশ্চুপ!
পুড়ছে বামে ,পুড়ছে ডানে
পুড়ছে উপরে ,পুড়ছে নীচে
পুড়ছে দেশ,পুড়ছে পিপীলিকা
ওরা তো মানুষ নয়!
আমি তো আছি লেপের নীচে
আমার তো হবেনা কিছু!!
আমি মৌলবাদীর ধ্বজাধারী
আমি সুশীল সমাজের দায়িত্বজ্ঞানহীন একজন
আমি নিশ্চুপ!!
ওরা মরছে মরুক
কি এমন যায় আসে আমার?
আমি সুরক্ষিত উগ্রবাদীর হাতে
আমি সন্ধি করেছি তাদের সাথে
আমি সুশীল সমাজের দায়িত্বজ্ঞানহীন একজন
আমি নিশ্চুপ!
এদিকে চালাবে গুলি ,ওদিকে চালাবে ছুরি
মরছে কিছু পিপিলীকা মরুক না
আমি বিবেকী মানুষ!
আমি চুপ!আমি চুপ!
আমি সুশীল সমাজের দায়িত্বজ্ঞানহীন একজন
আমি সংখ্যা গুরু,আমি নিশ্চুপ!!