সেদিন ৭ই মার্চ রেসকোর্স ময়দানে
লাখো জনতার চোখের না বলা ভাষা
তিনি বুঝে নিয়েছিলেন তাঁর তৃতীয় নয়নে।
গায়ে চাদর জড়িয়ে তর্জনী উঁচিয়ে
লাখো জনতার মাঝে ,
হৃদয়ের সবটুকু উষ্ণতা ঢেলে দিয়ে
বজ্রকণ্ঠে ধ্বনিত করলেন,
‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
এ এক ঐতিহাসিক মুহূর্ত,
ঐতিহাসিক ভাষণ।
তাঁর এই যাদুকরী মন্ত্রে উদ্দীপ্ত জনতা দীক্ষিত হলো স্বাধীনতার জন্যে।
মন্ত্রমুগ্ধের মত শুনলো বাঙালী,
শরীরের অলিতে গলিতে শিহরণ,
বিদ্যুৎ খেলে গেলো হৃদয়ের তন্ত্রীতে।
জয় বাংলা,
স্লোগানে স্লোগানে মুখরিত বাংলার আকাশ বাতাস
কোটি বাঙালীর একটি চাওয়া ,
অবসান হোক পাকিস্তানী শাসন।
এ ছিলো এক ঐতিহাসিক ভাষণ।